মন নেচেছে মনে মনে

 তাই তো ওই বকুল ঝরে।

মৃদুবায় মাধবী দোলে

নেচে ওঠে দোদুল দুলে।

টিপ টিপ বৃষ্টি পড়ে

 পায়রাগুলো আকশে উড়ে।

নৌকা চলে নদীর তীরে

 জ্যোৎসনা হাসে গগন ঘিরে।

সিক্তমেঘ যায়  দিগন্তে

 ফুল ঝরানো পূণিমারাতে।

সাগর ছুটে হিল্লোলে

লক্ষ্যবিহীন কোন সুদূরে।

ফুল ফোটে কাননে 

শরতের প্রভাতে।

ঐ ছোটে মৌমাছি

 মৌ পিয়ের নেশাতে।
 
Top