লিখতে লাগল-
তুমি অবুঝপাখি আসবে কী হায়
আমার শূণ্য নীড়ে?
দু’চোখ ভরে দেখতে তোমায়
চাই যে ফিরে ফিরে।
তোমার মিষ্টি ঠোঁটের হাসি দেখে
মনটা উদাস হয়,
হৃদয়ে তোমায় নিলাম এঁকে
করব এবার জয়।
হায়! অবুঝ তুমি তাই জানো না
ভালোবাসার মানে,
বলব তোমায় শুনবে কিনা
একটু কানে কানে।
ওগো অবুঝপাখি তুমি ছাড়া
বুকটা বড় শূণ্য,
খাঁচায় আমার আসতে যদি
জীবন হতো ধন্য।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন