ফুলের মালা
তোমার জন্য এনেছি মালা
ভালোবাসার এই দিনে
রাস্তার ধারের দোকানটি থেকে
দশ টাকা দিয়ে কিনা ।

হোকনা সেটা দশটি টাকার
অথবা ফুটপাত থেকে কেনা
কিন্তু যে ভালোলাগা দিলাম এতে
সেটা আর কথাও পাবেনা ।

খোপায় যখন পড়বে এটা
লাগবে সুন্দর বেশ
সুরভিত সুবাস সারা অঙ্গে
মাখবে তোমার কেশ ।

মালাটা আজ ভাগ্যবান খুব
শোভা পেয়ে তোমার চুলে
পরম যত্নে রেখে দিও তাকে
কখনো দিওনা ফেলে ।

চিরদিন আমায় রেখ করে আপন
খোপায় জেভাবে রেখেছ মালা
ভুল করেও কখনো তুমি
দিওনা আমায় জ্বালা ।
 
Top