রবি শশীর আকাশটা আজ শুভ্রÑ
পরম আদরে নক্ষত্রের বাস তার বুকে
কেউ মিটিমিটি কেউবা জ্বল জ্বল জ্বলে
আদি হতে সেই সৃষ্টিতে।
মেঘের পরে কত কালো মেঘ জমেÑ
রূপ বদলে দেয় রণ খেলায়
উস্কো-খুসকো অবয়ব যেন ল-ভ- ধরায়
তবুও আকাশ স্থির সদা শীতলতা পায় বৃষ্টিতে।
গ্রহণের ভয়ে ভীত রবি শশীÑ
নাবিক হারায় দিক পূর্ণিমায়
তমসার রাতে গগনে চেয়ে যাযাবর
কূল খুঁজে পায় মুষ্টিতে।
এই তো আকাশÑ
শুভ্র আর নীল চিরায়ত রূপ সৃষ্টিতে
ক্ষণিক গ্রহণ ক্ষণিক গর্জনে পালায় না সে
অন্ধজনের দৃষ্টিতে।
শাখামৃগের অট্টহাসিতে
ভয় নাই কোন সৃজনশীলের
আকাশের বিশালতা হয় না ছোট
নাই উপমা কাজী ফারুকীর কৃষ্টিতে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন