প্রযুক্তির বিভিন্ন অনুষঙ্গ এখন সম্পর্ক ভাঙা-গড়ার খবর জানানোর মাধ্যম হয়ে উঠছে। তবে নারী ও পুরুষের ক্ষেত্রে
বিভিন্ন প্রযুক্তি মাধ্যম ব্যবহারের হারে রয়েছে পার্থক্য। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, নারীর চেয়ে পুরুষরা সম্পর্ক
নারী ও পুরুষের
ভাঙার ক্ষেত্রে টেক্সট মেসেজের ব্যবহার বেশি করে। অনলাইনভিত্তিক ওয়েবসাইট হোয়াটস ইউর প্রাইসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, সম্পর্ক ভাঙার ক্ষেত্রে মেসেজের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে এক্ষেত্রে মেয়েদের চেয়ে ছেলেরা অনেক বেশি এগিয়ে। সম্পর্ক ভাঙার সময় শতকরা ৮৮ ভাগ পুরুষই মোবাইল মেসেজের ব্যবহার করে। অন্যদিকে মেয়েদের ক্ষেত্রে এ হার মাত্র ১৮ শতাংশ। মার্কিন পত্রিকা হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে এ জরিপের তথ্য তুলে ধরা হয়।
জরিপটি চালানো হয় ৭ হাজার ৫০০ পুরুষ ও ৮ হাজার ৩০০ নারীর ওপর। এতে দেখা যায়, ৭১ শতাংশ পুরুষ মোবাইলে তার সঙ্গীনির সঙ্গে বাজে ব্যবহার করে। এ হার মেয়েদের ক্ষেত্রে ৪৭ শতাংশ।
জরিপে আরো জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে সম্পর্ক শেষ করার কথা জানানোর ক্ষেত্রে এগিয়ে মেয়েরা। এক্ষেত্রে ৩২ শতাংশ নারী সম্পর্ক শেষের কথা জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। অন্যদিকে পুরুষের ক্ষেত্রে এ হার মাত্র ৮ শতাংশ। এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে এগিয়ে ফেসবুক ও টুইটার।
 
Top