রংধনু কষ্ট

দিন পেরিয়ে সূর্য যখন আঁধার তলে যায়
সাত রঙা সেই কষ্ট আমায় কুড়মুড়িয়ে খায়।
সাঁঝের কষ্ট লাল বেগুনি মাঝের কষ্ট নীল
ভোরের কষ্ট শুভ্র সাদা জানে শুধু অনিল।
সকাল বেলার সবুজ কষ্ট আঁকড়ে থাকে চোখে
দুপুর বেলায় গোলাপ কষ্টে হাসি ফোটায় মুখে।
বিকাল বেলার হলুদ কষ্ট পাঁকা ধানের ক্ষেতে
এত কষ্ট পেয়েও ওদের চাই না ছেড়ে যেতে।
 
Top