অভিনয় জীবনে প্রথমবারের মতো বিদেশের মাটিতে আউটডোর শুটিং করে এলেন চিত্রনায়িকা সিলভি
আজমী। মালয়েশিয়ার মনোরম লোকেশনে সিলভি অভিনয় করলেন মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আগুনের চোখে প্রেম’ ছবির। নায়ক ছিলেন জায়েদ খান। একটানা ৮ দিন শুটিং করে দেশে ফিরে সিলভি বলেন, পরিচালক মনতাজুর রহমান আকবরের নেতৃত্বে একটি সুশৃঙ্খল ইউনিটের সঙ্গে কাজ করতে পেরে আমি মুগ্ধ। একটি পরিবারের মতো সবাই মনপ্রাণ উজাড় করে কাজ করলাম। ৮ দিনে দুটি গান, বেশ কয়েকটি রোমান্টিক ও নাটকীয় দৃশ্যের শুটিং করেছি। সিলভি বলেন, খুবই ভাল লেগেছে কাজ করতে। কাজগুলোও খুব ভাল হয়েছে। দর্শকদের খুবই ভাল লাগবে বলে আমাদের পুরো ইউনিটের বিশ্বাস। জীবনে প্রথম বিদেশের মাটিতে শুটিং করার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিলভি আজমী বলেন, দেশে অনেক আউটডোরে শুটিং করেছি। বিদেশের ব্যাপারে কোন অভিজ্ঞতা ছিল না। কিন্তু পরিচালক মনতাজুর রহমান আকবরের কারণে কাজের সময় মনেই হয়নি দেশের বাইরে আছি। সেখানে প্রচণ্ড গরম ছিল। কিন্তু মালয়েশিয়ার চোখ জুড়ানো সুন্দর সুন্দর লোকেশন সব কষ্ট দূর করে দিয়েছে। চমৎকার কিছু অভিজ্ঞতা আর অব্যক্ত কিছু অনুভূতি নিয়ে দেশে ফিরেছি। ইচ্ছে করছে আবার মালয়েশিয়ায় যাওয়ার। সিলভি আজমী ‘আগুনের চোখে প্রেম’ ছাড়াও ‘রাঙা মন’, ‘কমিশনার’, ‘মন খোঁজে বন্ধন’সহ বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত। তার অভিনীত ‘এক জবানের জমিদার হেরে গেলেন এইবার’ ছবিটি মুক্তির মিছিলে। এ ছবিতে তার নায়ক আমিন খান।
আজমী। মালয়েশিয়ার মনোরম লোকেশনে সিলভি অভিনয় করলেন মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আগুনের চোখে প্রেম’ ছবির। নায়ক ছিলেন জায়েদ খান। একটানা ৮ দিন শুটিং করে দেশে ফিরে সিলভি বলেন, পরিচালক মনতাজুর রহমান আকবরের নেতৃত্বে একটি সুশৃঙ্খল ইউনিটের সঙ্গে কাজ করতে পেরে আমি মুগ্ধ। একটি পরিবারের মতো সবাই মনপ্রাণ উজাড় করে কাজ করলাম। ৮ দিনে দুটি গান, বেশ কয়েকটি রোমান্টিক ও নাটকীয় দৃশ্যের শুটিং করেছি। সিলভি বলেন, খুবই ভাল লেগেছে কাজ করতে। কাজগুলোও খুব ভাল হয়েছে। দর্শকদের খুবই ভাল লাগবে বলে আমাদের পুরো ইউনিটের বিশ্বাস। জীবনে প্রথম বিদেশের মাটিতে শুটিং করার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিলভি আজমী বলেন, দেশে অনেক আউটডোরে শুটিং করেছি। বিদেশের ব্যাপারে কোন অভিজ্ঞতা ছিল না। কিন্তু পরিচালক মনতাজুর রহমান আকবরের কারণে কাজের সময় মনেই হয়নি দেশের বাইরে আছি। সেখানে প্রচণ্ড গরম ছিল। কিন্তু মালয়েশিয়ার চোখ জুড়ানো সুন্দর সুন্দর লোকেশন সব কষ্ট দূর করে দিয়েছে। চমৎকার কিছু অভিজ্ঞতা আর অব্যক্ত কিছু অনুভূতি নিয়ে দেশে ফিরেছি। ইচ্ছে করছে আবার মালয়েশিয়ায় যাওয়ার। সিলভি আজমী ‘আগুনের চোখে প্রেম’ ছাড়াও ‘রাঙা মন’, ‘কমিশনার’, ‘মন খোঁজে বন্ধন’সহ বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত। তার অভিনীত ‘এক জবানের জমিদার হেরে গেলেন এইবার’ ছবিটি মুক্তির মিছিলে। এ ছবিতে তার নায়ক আমিন খান।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন