কামসূত্র’ ছবিটি সম্পর্কে সারলিন বলেছেন, ‘এ ছবির প্রস্তাব পেয়ে আমি জানতে চেয়েছিলাম ছবিটি
কামোত্তেজক কিনা। পরিচালক রুপেশ পল আমাকে তখন বলেছিলেন, এটা হবে সবচেয়ে আবেগপূর্ণ ও গভীর প্রণয় কাহিনী। সেজন্য আমি কাজটি করেছিলাম। আমি কামোত্তেজকপূর্ণ ছবি দেখতে পছন্দ করি না। তাতে কোন গভীরতা নেই। আমার এই ছবিটিতে যৌনতাই মুখ্য নয়। বৃহৎ অর্থে, এটি মানুষের জীবনযাত্রার শিল্প।’
‘কামসূত্র’ থ্রিডি ছবিতে সারলিন চোপড়ার একটি নাচের জন্য নাট্যবিন্যাস করেছেন সরোজ খান।
সরোজ খান সম্পর্কে সারলিন বলেছেন, ‘সরোজ খান দীর্ঘদিন ধরে মিডিয়ায় আছেন। অনেক নেতৃত্বাধীন নায়িকাদের নাট্যবিন্যাসের কাজ করেছেন তিনি কিন্তু এতে তার কোন অহঙ্কারবোধ নেই। এখানেই তিনি সবার চেয়ে আলাদা।’
নতুন পথে পা বাড়ানোর সংকল্পে সারলিন আরও বলেছেন, ‘এই ছবিতে কাজের জন্য আমি নিজেই সম্পূর্ণ দায়ী। আমি বিতর্কিত হতে চাই না বরং সৎ ও সাহসী হতে চাই।’
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন