আমাকে কি তুমি

-আচ্ছা, আমাকে কি তুমি সন্দেহ করো?
=না তো। কেনও?
-করো না কেনও? শোনো, এখন
থেকে আমাকে সন্দেহ করবা।
=বুঝলাম না। আমার সাথে মজা করতেছ?
-আমার কথা শুনে কি তোমার
সেইটা মনে হচ্ছে? আমি সিরিয়াস।
=হটাৎ এই বাতিকে কেন ধরল তোমাকে?
-আরে, প্রেম ভালোবাসার সম্পর্কে সন্দেহ
না থাকলে ভালোবাসা বাড়ে না।
=এইটা কি তোমার থিওরি।
-ইয়েস, আমার থিওরি। এবং সঠিক থিওরি।
=এতদিন তাহলে কি আমি উল্টা জানতাম,
যে সন্দেহ থাকলেই সম্পর্ক নষ্ট হয়!
-আরেহ, ব্যাপারটা হল,
তুমি যদি আমাকে সন্দেহ করো, আর
আমি যদি তোমাকে সন্দেহ করি, তাহলে দুজনের
মধ্যে ফাইট হবে। এরপর কিছুদিন গেলেই আবার
সব ঠাণ্ডা। আর এরপরই
দেখবা ভালোবাসা আগের চেয়ে বেশী গাড় হয়।
=ওহ! তুমি কিভাবে জানলা?
-আমার ফ্রেন্ডদের দেখছি না। সন্দেহ
করে ঝগড়া করবে, এরপর ফাইট করবে, এরপর
আবার ঠিক হয়ে যাবে, এরপর একসাথে ঘুরবে,
খাওয়া-দাওয়া করবে, মুভি দেখবে। আরও
বেশী ভালোবাসা হবে!
=ফ্রেন্ডদের দেখে শিখছ, নাকি অন্যকারোর
সাথে সম্পর্কে জড়ায়ে...
-খবরদার বললাম,
উল্টাপাল্টা কথা বলবা না একদম।
=লে হালুয়া। আমি তো শুধু একটু প্র্যাকটিস
করছিলাম। সেটাই তো সহ্য করতে পারলা না!
 
Top