সার্কের এইচআইভি (এইডস) বিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে নয়াদিল্লি যাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা।
৩১ জুলাই দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এই সফরে ভারতের রাজধানী সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা, ক্লিনিক ও হাসপাতালে গিয়ে এইডস ও যক্ষ্মা বিষয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করবেন রুনা লায়লা।
সফরটি নিয়ে রুনা লায়লা বলেন, ‘এর আগে ইউএন’র এইডস বিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছি। এইচআইভি ভাইরাস প্রতিরোধে আবার কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত। এজন্য সবার শুভকামনা ও দোয়া চাই।’
সার্কভুক্ত দেশগুলোতে এইডস বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এ বছরের শুরুতে রুনা লায়লার পাশাপাশি শুভেচ্ছাদূত মনোনীত হন বলিউড তারকা অজয় দেবগন ও পাকিস্তানি নির্মাতা শারমীন ওবায়েদ-চিনয়।
এছাড়া ভারতের স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবী আজাদ ও পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হবেন রুনা। ৩ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন