দুর্বল চিত্তের মানুষ দূরে থাকুন
pe5
১৯৮১ সালের ১৯ সেপ্টেম্বরের ঘটনা তখন আনুমানিক দুপুর ৩:৩০ বাজে ব্রাজিলের " Sobral santos
"নামের নামের একটি স্টিমার ২০০ টন মালামাল ও ৫৩০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল ||
প্রান হারাল
স্টিমারটি হঠাৎ O 'bidos para বন্দরের কাছে প্রায়ই_ ২৬০ ফুট গভীর পানিতে উল্টে যায়
বন্দরের খুব কাছেই ছিল আমাজন নদীর একটি অংশ যা পিরানহা মাছে ভরা ছিল।
(ঘটনা সত্যি কিন্তু নিচের ছবি গুলো Piranha 3DD মুভি থেকে নেওয়া)
প্রান হারাল
আগেই বলে রাখি পিরানহারা সাধারণতকাউকে আক্রমণ করে না কিন্তু রক্তের
গন্ধ পেলে এরা পাগলের মতো হয়ে যায় || পিরানহারা অনেক দূর থেকেই রক্তের ঘ্রান নিতে পারে||
(ঘটনা সত্যি কিন্তু নিচের ছবি গুলো Piranha 3DD মুভি থেকে নেওয়া)
প্রান হারাল
স্টিমার উলটানোর ফলে যাত্রীরা অনেক আঘাত পায় ||
তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে যায় ফলে প্রচুর রক্তপাত ঘটে !!! স্থান আর সময়ের যথার্থ সমন্বয়ে পিরানহারা খুব দ্রুত ডুবন্ত স্টিমার কাছে চলে আসে ও তাদের পেট ভর্তি খাবার পেয়ে যায় ||
মাত্র ১৮২ জন জীবন্ত ফিরে আস্তে পেরে ছিল তাও তাদের শরীরের বিভিন্ন অংশ কাটা ছেরা ছিল !!!
৩৮৪ জন জীবন্ত খাওয়া হয়ে গেল মাত্র ৪ টা লাশ খুঁজে পাওয়া গিয়ে ছিল আমাজনের রেকর্ড করা সবচে ভয়াবহ
দুর্ঘটনা ছিল এটি তাহলে আপনারা বুঝতেই পারছেন কতোটা হিংস্র ও ভয়াবহ হলে ৩৮৪ টি মানব দেহ জীবন্ত খেয়ে ফেলা যায়।

 
Top