দূর অজানা নক্ষত্রের পথের সাথে
কালের পরে কাল পেরিয়েÑ
অঙ্গ-ভঙ্গির ছুড়াছুড়িতে সৃষ্ট কবিতা
পরিচয়হীন শিশু হয়েÑ
পদচিহ্ন এঁকে গেছে মানবের সাথে
এর পর শুধুই চলাÑ
ধরণীর শ্যামলীমা ছাড়িয়ে গভীর সাগরের
তরঙ্গ ভেলায় খেচরের দল
চোষে যাচ্ছে গোলাকারের
প্রান্ত থেকে প্রান্তের কূলে।
অবগাহন আর কল্পনার রূপ সাগরে
সাঁতরাতে সাঁতরাতেÑ
যমুনার পাড়ে তাজমহলের
আঙ্গিনায় বসেছি, তাতেওÑ
আবার মির্জা গালিবকে চোখ খুঁজে ফিরে!
প্রাসাদ আর হিমালয়ের সুউচ্চ শিখরে
সুপ্ত হাসি মুখটি দেখতে
জীর্ণ ঘরে প্রদীপ হাতের মুঠোয়
নিয়েও পথ হারায় নি লেজার রশ্নিতে
আজ শুধুই কবিতা মননে ঠায়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন