গ্রামের চঞ্চল মেয়ে মনিরা, গান, আবৃত্তি ইত্যাদি নিয়েই ব্যাস্ত থাকেন সব সময়। অন্যদের তুলনায় একটু সুন্দরী হওয়ায় নিজেকে মনিষা কৈরালা হিসেবে দাবী করেন। এদিকে একই গ্রামের বারিক নামের এক যুবক তাকে ভালবাসার প্রস্তাব দিয়ে প্রায়ই উত্তক্ত করে। মনিষাকে নিয়ে কবিতাও লিখে ফেলে। যা কিনা সবাইকে পড়ে শুনান বারিক। এ কথা শুনতে পেরে মনিষা রেগে গিয়ে হাজির হন বারিকের সামনে। তাকে শাশিয়ে আসেন। যাতে তাকে নিয়ে আর কোন কবিতা না
লেখে। অনেক বেকায়দায় পড়ে যায় বারিক। ঈদের বিশেষ নাটক গান মজিদ-এ এমন একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সীমানাকে। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাশ ও পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশি, বৃন্দাবন দাস, সিরাজ হায়দার,তারিক স্বপন, মাসুদ রানা মিঠু, জাননাত-ল ফেরদৌস ইতি, সানজানা আফরীন মৌ, আঁখি আফরোজ, সহ আরও অনেকে । এরইমধ্যে পূবাইলে গত ৩০ ও ৩১ জুলাই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আসছে ঈদুল ফিতরের ৩য় দিন সন্ধ্যা ৭:২০ মিনিটে একুশে টেলিভিশনে নাটকটি প্রচার হবে।
হ্যালো-টুডে ডটকম
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন