দীপিকা,dipika

২০০৭ থেকে ‘ওম শান্তি ওম’-এর মতো বিগ বাজেটের ছবির মধ্য দিয়েই ক্যারিয়ার শুরু। ক্যারিয়ারের সবকটি ছবিই বলিউড বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়েছে। আর এই বছরটা দীপিকার জন্য সবচেয়ে লাকি বছর। এই ২০১৩-এর অর্ধ বছরে ‘রেস টু’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিগুলো মুক্তি পায়। আর এই ৩টি ছবিই বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়েছে। শুধু তাই নয়, ‘চেন্নাই এক্সপ্রেস’ বলিউডের এ যাবতকালের সব রেকর্ড ভেঙে ফেলেছে। এই ৩টি ছবির ব্যবসায় দীপিকা পাড়ুকোন এই বছরে ৫০০ কোটির নায়িকা হিসেবে বক্স অফিসে স্থান পেয়েছেন। আরও হিট দু’টি ছবি রয়েই গেছে। খুব শীঘ্রই মুক্তি পাবে সঞ্জয় লীলা বানসালীর ‘রাম লীলা’ ছবিটি। বরাবরের মতো বানশালীর ছবি এবারও বক্স অফিসে সাফল্যের ছোঁয়া নেবে, এতো নিঃসন্দেহেই বলা যায়। এর চেয়েও বড় কথা হলো হার্টথ্রব রজনীকান্তের সঙ্গেও একটি ছবি মুক্তি পেতে চলেছে তার। ছবিটির নাম ‘কচাড়িয়ান’এসব হিসেব কষলে দেখা যায়, দীপিকা পাড়ুকোন বক্স অফিসে এ বছর কমপক্ষে ৭০০ কোটি রুপির নায়িকা হিসেবে স্থান করে নেবেন। যা বলিউডের ইতিহাসে এবারই প্রথম ঘটতে যাচ্ছে
 
Top