ল্যাঙ্কাশায়ারের প্রচীনতম লীগ বোল্টন অ্যাসোসিয়েশনে পুরুষদের সঙ্গে একই দলে ক্রিকেট খেলার গৌরব
অর্জন করলেন কলি ওয়ালওয়াক। পুরুষ ক্রিকেট দলে নারী! এমন ঘটনা এই প্রথম। লীগের ১২৫ বছরের ইতিহাসে প্রথম এমন ঘটনা ঘটানোর পর স্বভাবতই খুশি কলি।
তিনি এ সম্পর্কে প্রতিবেদন প্রকাশের পর ডেইলি এক্সপ্রেসকে বলেন, “সত্যি জানি না, আমি ল্যাঙ্কাশায়ারের ইতিহাসে প্রথম নারী ক্রিকেটার হিসেবে এমন গৌরব অর্জন করলাম কি-না।”
কলি টানা চার বছর ওলশোজ দ্বিতীয় বিভাগের দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করে আসছেন। বোলার হিসেবে তিনি শীর্ষস্থানও দখল করেন।
ফলে তাকে ছেলেদের দলে একসঙ্গে খেলার সুযোগ দেয় ক্লাব কর্তৃপক্ষ। মাত্র ১১ ওভার বল করে প্রতিপক্ষ গোলবোর্ন ক্লাবের বিপক্ষে চার উইকেট দখল করেন কলি।
ছোটবেলায় কলিই ছিলেন একমাত্র মেয়ে, যখন অন্য ছেলেদের সঙ্গে তিনি ক্রিকেট খেলতেন।
মাত্র পাঁচ বছর বয়সে কলি ব্যাট-বল হাতে তুলে নেন। তিনি তার ভাইয়ের সঙ্গে রাস্তায় খেলে বেড়াতেন। মেয়েদের ল্যাঙ্কাশায়ার কাউন্টি দলের হয়ে তিনি দু’বার দক্ষিণ আফ্রিকা সফর করেছেন।
অর্জন করলেন কলি ওয়ালওয়াক। পুরুষ ক্রিকেট দলে নারী! এমন ঘটনা এই প্রথম। লীগের ১২৫ বছরের ইতিহাসে প্রথম এমন ঘটনা ঘটানোর পর স্বভাবতই খুশি কলি।
তিনি এ সম্পর্কে প্রতিবেদন প্রকাশের পর ডেইলি এক্সপ্রেসকে বলেন, “সত্যি জানি না, আমি ল্যাঙ্কাশায়ারের ইতিহাসে প্রথম নারী ক্রিকেটার হিসেবে এমন গৌরব অর্জন করলাম কি-না।”
কলি টানা চার বছর ওলশোজ দ্বিতীয় বিভাগের দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করে আসছেন। বোলার হিসেবে তিনি শীর্ষস্থানও দখল করেন।
ফলে তাকে ছেলেদের দলে একসঙ্গে খেলার সুযোগ দেয় ক্লাব কর্তৃপক্ষ। মাত্র ১১ ওভার বল করে প্রতিপক্ষ গোলবোর্ন ক্লাবের বিপক্ষে চার উইকেট দখল করেন কলি।
ছোটবেলায় কলিই ছিলেন একমাত্র মেয়ে, যখন অন্য ছেলেদের সঙ্গে তিনি ক্রিকেট খেলতেন।
মাত্র পাঁচ বছর বয়সে কলি ব্যাট-বল হাতে তুলে নেন। তিনি তার ভাইয়ের সঙ্গে রাস্তায় খেলে বেড়াতেন। মেয়েদের ল্যাঙ্কাশায়ার কাউন্টি দলের হয়ে তিনি দু’বার দক্ষিণ আফ্রিকা সফর করেছেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন