চীনে একজন মৃত মানুষ হঠাত উঠে পানি খেতে চাইলে তার আশপাশে জড়ো হওয়া শতশত মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে।চীনে অধিকার আদায়ের দাবীতে অনশন করছিলেন শতশত শ্রমিক। সরকারী পুলিশের
প্রহরায় চলছিলো দাবী আদায়ের বিক্ষোভটি। এ সময় দশজনের মত মানুষ সাদা কাপড়ে জড়িয়ে এক ব্যক্তিকে শুইয়ে রাখে এবং ঘোষণা করা হয় যে পুলিশের প্রহারে ব্যক্তিটি নিহত হয়েছেন।
চীনে এ সময় প্রচণ্ড দাবদাহ চলছে। আন্দোলনের প্রায় দুই ঘণ্টা পর সাদা কাপড়ে জড়ানো ব্যক্তিটি হঠাত উঠে পড়ে বলেন, ‘আমাকে পানি দাও। আমি আর পারছি না।’
এ সময় উপস্থিত শতশত শ্রমিক বিস্ময়ে হতবাক হয়ে পড়েন।
পুলিশ পরে হ্যান নামের কথিত মৃত ব্যক্তিটিকে গ্রেফতার করে নিয়ে যায় এবং আন্দোলনটি বানচাল করে দেয়।
প্রহরায় চলছিলো দাবী আদায়ের বিক্ষোভটি। এ সময় দশজনের মত মানুষ সাদা কাপড়ে জড়িয়ে এক ব্যক্তিকে শুইয়ে রাখে এবং ঘোষণা করা হয় যে পুলিশের প্রহারে ব্যক্তিটি নিহত হয়েছেন।
চীনে এ সময় প্রচণ্ড দাবদাহ চলছে। আন্দোলনের প্রায় দুই ঘণ্টা পর সাদা কাপড়ে জড়ানো ব্যক্তিটি হঠাত উঠে পড়ে বলেন, ‘আমাকে পানি দাও। আমি আর পারছি না।’
এ সময় উপস্থিত শতশত শ্রমিক বিস্ময়ে হতবাক হয়ে পড়েন।
পুলিশ পরে হ্যান নামের কথিত মৃত ব্যক্তিটিকে গ্রেফতার করে নিয়ে যায় এবং আন্দোলনটি বানচাল করে দেয়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন